প্রকাশ: 5 April, 2021 11:09 : PM
অতিরিক্ত ভাড়া চাওয়ার প্রতিবাদ করায় যাত্রীর মুখমন্ডলে মারধর করে ফাটিয়ে দিয়েছে এক অটো চালক।
সোমবার সন্ধ্যায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।
আহত যাত্রী সৈয়দ আক্তার হোসেন বাদলকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। সে নগরীর সাগরদি এলাকার বাসিন্দা ও ব্যবসায়ি।
আহত আক্তার হোসেন বাদল জানিয়েছেন, সাগরদি থেকে একটি ব্যাটারী চালিত হলুদ অটো রিকশায় চরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে নামেন। পূর্ব নির্ধারিত ভাড়া ৫ টাকা দিলে ওই অটো চালক তা নিতে অনীহা প্রকাশ করে দ্বিগুন ভাড়া ১০ টাকা দাবি করেন। তবে দ্বিগুন ভাড়া দিতে না চাইলে বাদানুবাদ হয়। তর্কের এক পর্যায়ে অটো চালক হামলা চালায় যাত্রী আক্তার হোসেনের ওপর। অটো চালকের হামলায় যাত্রী বাদলের মুখমন্ডলে ও ডান চোখে আঘাতপ্রাপ্ত হন। এসময়ে আশপাশের লোকজন এগিয়ে এলে অটো গাড়ি রেখে পালিয়ে যান সেই চালক। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সৈয়দ আক্তার হোসেন বাদল।
এদিকে আহত যাত্রী আক্তার হোসেন বাদলকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
কোতয়ালী মডেল থানার এসআই সোহেল রানা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটো গাড়িটি আটক করে নিয়ে থানায় রাখা হয়েছে।