প্রকাশ: 17 February, 2021 9:35 : PM
বেলায়েত বাবলুঃ
কোন কিছু না বলেই হঠাৎ একদিন তুমি হারিয়ে গেলে।
সম্ভাব্য সকল স্থানে খোঁজ করার পর,
তোমার খোঁজে আমি লঞ্চ ঘাট, রুপাতলি আর নথুল্লাবাদ বাস স্টান্ডেও গিয়েছিলাম।
না কোথাও তোমার দেখা পাইনি।
শেষমেষ কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করলাম।
অনেকের পরামর্শে দৈনিক আজকের পরিবর্তন ও আজকের বার্তা পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও ছাপালাম।
বি. এস.এল নিউজ,হ্যালো বরিশাল, মুক্তবুলি আর বরিশাল ক্রাইম নিউজসহ অনেকগুলো নিউজ পোর্টাল তোমার হারিয়ে যাওয়ার খবরটি ছেপেছে তাদের সৌজন্যে।
তোমার হারিয়ে যাওয়ার কষ্ঠ বুকে চাপা রেখে একদিন রাতে কালীবাড়ি রোডের সুভাষ দা’র দোকানে গিয়ে ছেঁড়া কাগজে নিয়ে পটল ভাজা খাচ্ছিলাম।
হঠাৎ কাগজটিতে চোখ গেলো।
তাতে দেখতে পেলাম কবিতার দুটি পংক্তি।
যতোটুকু মনে আছে, কবিতার দুটি লাইনে লেখাছিলো-
তুমি আমার ভালবাসা নিয়ে হারিয়ে যাওনি, পালিয়ে গেছো। কি করে তোমায় খুঁজে পাবো বলো?
কবিতার পংক্তি আমাকে মনে করিয় দিলো,
আসলেইতো তুমি আমার ভালবাসা নিয়ে হারিয়ে যাওনি, পালিয়ে রয়েছো।
আমি বোকার মতো তোমায় কেন খুঁজে ফিরি বলো?